এস এম-নুর
পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুরে যুব সমাজ কে সামাজিক কর্মকান্ডে উদ্ভুদ্ধ করতে রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে
নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন চতুর্থতম কোর্সের উদ্বোধন করা হয়েছে।
শনিবার(৬ মে) সকাল ১১ টায় পিরোজপুরের বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদের অডিটোরিয়ামে এই কোর্সের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি।
অনুষ্ঠানে রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাইনুল আহসান মুন্নার সভাপতিত্বে মাকুল খানমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল আকন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম নারায়ণ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব, কৃষি ব্যংকের সাবেক ডি জি এম ফিরোজ খান, এডভোকেট রহিমা আক্তার হাঁসি সহ আর অনেকে।
এসময় বক্তারা বলেন, এই প্রশিক্ষনার্থীরা আগামীতে দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ স্থানে নেতৃত্ব দিবে তাই নিজেকে যোগ্য হিসেবে তৈরি করতে হবে।
অনুষ্ঠানে পিরোজপুরের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃত্ব বিকাশ ও দক্ষতা উন্নয়ন এই কোর্সে সামাজিক অঙ্গনের ২০ জন যুবক যুবতী প্রশিক্ষনে অংশ নিয়েছে।
রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৩ মাস মেয়াদি কোর্সে সহযোগিতা করছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার - রিক ও সূচনা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।
পিরোজপুর সংবাদদাতা:-