সিদ্দিকুর রহমান,বেরোবি লাইভ:
উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের প্রথম পছন্দ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। আর সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলছে দেশের ৮ টি বিভাগে। তারই ধারাবাহিকতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুরের ৩ টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ২০২২-২৩ সেশনের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের অনুষদের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ।
আজ (৩ মে) শনিবার বেলা ১১ টা থেকে সাড়ে ১২ পর্যন্ত সুষ্ঠ ভাবে সমন্ন হয় ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা ২০২৩ রংপুর অঞ্চলের পরীক্ষার্থী বেরোবি ক্যাম্পাসে-৩৮২৫ জন ক্যান্ট পাবলিক স্কুলে- ৪৯৬৮ জন মিলিনিয়াম স্টারস স্কুলে- ১৫০০ জন। সর্বমোট -১০২৯৩ জন।
জানা যায়, এবার চার ইউনিটে ৫ হাজার ৯৬৫ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে। এর বিপরীতে মোট ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৫০ জন শিক্ষার্থী।
সকল ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগপর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
পঞ্চগড় থেকে পরীক্ষায় অংশ নেয়া মামুনি আক্তার বলেন, ‘আমার বাসা পঞ্চগড়ে। নিজের বিভাগীয় শহরে বসে পরীক্ষা দিতে পেরে ভালো লাগছে। পরীক্ষা ভালো দিয়েছি। আশা করি চান্স পাব।’
বালিয়াডাঙ্গী থেকে আশা শিক্ষার্থী আঁখি আক্তার বলেন, ‘ঢাকায় গিয়ে পরীক্ষা দিলে অনেক কষ্ট হতো। কোথায় থাকব, কীভাবে সেন্টারে যাব এসব ভাবতে হতো। কিন্তু রংপুরে পরীক্ষা হওয়ায় বাসা থেকেই দিতে পেরে ভালো লাগছে।’
অভিভাবক ফারহানা ইয়াসমিন বলেন, ‘ঢাকায় গিয়ে পরীক্ষা দেয়াটা দুর্ভোগের। আমার বড় ছেলে যখন ঢাকায় পরীক্ষা দিয়েছে, সে সময়ের কষ্ট এখনও মনে আছে। এখন নিজেকে হ্যাপি মনে হচ্ছে।’
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানান, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া সব সাধারণের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে বেরোবি কর্তৃপক্ষ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসিবুর রশীদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী এবং অভিভাবকদের হয়রানি কমেছে। আমরা সুষ্টুভাবে পরীক্ষা নিতে পেরেছি, আগামীতেও পারব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রংপুরে বসে দিতে পেরে খুশি এ অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকরা।
মো সিদ্দিকুর রহমান
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
Leave a Reply