মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলায় চলতি বোরো মৌসুমে ৩৩ হাজার ১শ ৮৮ মেট্রিকটন বোরো ধান ও চাল সংগ্রহ করবে জেলা খাদ্য বিভাগ। এর মধ্যে ৪৪ টাকা কেজি দরে ২৪ হাজার ৭শ ৩ মেট্রিকটন সিদ্ধ চাল ও ৩০ টাকা কেজি দরে ৮ হাজার ৪শ ৮৫ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। চাল সংগ্রহ করা হবে ৭৭টি হাস্কিং এবং ২১টি অটো মিলসহ মোট ৯৮টি চালের মিল থেকে চাল এবং কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে বলেও জানা গেছে।
তবে বিগত বছরগুলোতে যে সব মিল চাল সরবরাহ করেনি, এ বছর তাদের কাছ থেকে কোনো ভাবেই চাল সংগ্রহ করা হবেনা ব'লে জানায় জেলা খাদ্য বিভাগ।
৭ মে রবিবার দুপুরে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরপুরে ধান চাল সংগ্রহের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন খাদ্য সচিব ইসমাইল হোসেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো: কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুকল্প দাস, জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম তাহসিনুল হক, জেলা মিল মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম সেলিম প্রমুখ।