মোঃ জুলহাস উদ্দিন হিরো শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে যৌতুক দাবির অভিযোগে স্ত্রীর
দায়ের করা মামলায় মো. সোহেল রানা মিলন (২৫) নামে এক সেনা সদস্যকে
কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৮ জুন) দুপুরে শেরপুর সদরের সি আর
আমলী আদালতে মামলার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল
ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম খান তার জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে
পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত সোহেল শেরপুর সদর উপজেলার কুসুমহাটি কান্দা শেরীর চর গ্রামের মৃত আঃ সামাদের ছেলে এবং তিনি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট এর ১৭ নাম্বার
ফিল্ডে সেনা সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন
বাদীপক্ষের আইনজীবী আলমগীর কিবরিয়া কামরুল।
মামলা সূত্রে জানা যায় , ২০২০ সালের ১০ই অক্টোবর শেরপুর সদর উপজেলার
কুসুমহাটি ইউনিয়নের কান্দা শেরীর চর গ্রামের মো. নূরুল ইসলামের মেয়ে
মোছা: নাজমুন নাহারের বিয়ে হয় একই গ্রামের সেনা সদস্য মো. সোহেল রানা
মিলনের সাথে। কিন্তু দাম্পত্য জীবনের কিছুদিন যেতে না যেতেই যৌতুকের দাবিতে
নাজমুন নাহারকে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং তার স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুকের দাবি করে।
ওই ঘটনায় নাজমুন্নাহার বাদী হয়ে একই বছরের ১৩
ফেব্রুয়ারি শেরপুর সদরের সি,আর আমলী আদালতে যৌতুক নিরোধ আইনে সোহেলকে
আসামি করে একটি নালিশি মামলা দায়ের করেন ।
এদিকে যৌতুক মামলায় সোমবার দুপুরে সি আর আমলী আদালতে মামলার ধার্য তারিখে
উভয় পক্ষের শুনানি শেষে সেনা সদস্য সোহেল রানা মিলনের পূর্বের জামিন
বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।