পিরোজপুর প্রতিনিধি:-
পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে গরীব কৃষকের ধান কাটা, বাড়িঘর ভাংচুরসহ শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী শিকদার মল্লিক ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের পুুুুুুুুুুত্র বিবেকানন্দ মন্ডল(৫৫)
মৃত: যোগেশ চন্দ্র মন্ডল,
জানাগেছে, উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের নন্দিপাড়া গ্রামের বিবেকানন্দ মন্ডলের (৫৫)পাঁকা ধান সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে কেটে নিয়েছে।
গত শুক্রবার (৫মে) সকাল ৮ টায় বিধান মন্ডলের (৪২) নেতৃত্বে মো: মহিত মৃধা(৪০), মো: জুয়েল মৃধা (৪৫), আব্দুল হক মোল্লা(৩৫), মো: আরিফ মোল্লা (২৫) ও অজ্ঞাত ৬ থেকে ৭ জন সন্ত্রাসীরা ধান কেটে আটা বেধে নিতে থাকে। এদিন দুপুর ১ টার সময় বিবেকানন্দ মন্ডলের স্ত্রী ও সন্তান বাধা দিলে উল্লেখিত সন্ত্রাসীরা মারপিট করার চেষ্টা করে এসময় বিবেকানন্দ মন্ডলের স্ত্রী কাবেরী প্রতিবাদ করলে তাকে শ্লীলতাহানীর চেষ্টা করে।
সন্ত্রাসীরা বিবেকানন্দ মন্ডলের বাড়িঘরে ইট পাটকেল নিক্ষেপ করে ও বাড়িঘর ভাংচুর করে, ভয়, ভীতি ও খুন জখমের হুমকি দেয়। সন্ত্রাসীরা প্রায় ৭০/৭৫ মন ধান নিয়ে চলে যায়। যার আনুমানিক বর্তমান বাজার মূল্য ৫৫/৬০ হাজার টাকা।
পরবর্তীতে ওই দিন বিকালে বিবেকানন্দ মন্ডল পিরোজপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে গাবতলা নামক এলাকায় উল্লেখিত সন্ত্রাসীরা পুনরায় তাকে দা, কুড়ালহ দেশীয় অস্ত্র নিয়ে খুন জখমের ভয় ভীতি দেখায়। তখন প্রানভয়ে বিবেকানন্দ মন্ডল পালিয়ে প্রানে রক্ষা পায়। বর্তমানে বিবেকানন্দ মন্ডল পরিবার সহ প্রানভয়ে ভিটে মাটিতে যেতে পারছে না। ঘটনা অনুসন্ধানে জানাযায়, পেশায় শিক্ষক বিধান মন্ডল জোরপূর্বক বিবেকানন্দ মন্ডলের বাড়ি ও নাল জমির কিছু অংশ যার এস, এ খাতিয়ান নং-১৭৩, ২১০, দাগ নং-১০৬২, ১০৬৫, ১১২৩, ১১২৪ সহ ১০০ শতক সম্পত্তি ভোগদখল করতে চায়। এ নিয়ে এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তি নিয়ে সালিশী হলেও বিধান মন্ডল তা অমান্য করে বাহিরের লোক এনে বিবেকানন্দ মন্ডলের পরিবারের উপর চাপ সৃষ্টি করে বিভিন্ন সময় হুমকি প্রদর্শন করে। বিবেকানন্দ মন্ডল তার বছরের খোরাকের সম্পূর্ন অর্থ এই জমির ফসল উৎপাদনে ব্যায় করে। বর্তমানে এই অসহায় পরিবারটি একদিকে সন্ত্রাসীদের ভয়ে বাড়িঘর ছাড়া ফলে গৃহপালিত ও গবাদী পশুর খাবার নষ্টসহ এবং অন্যদিকে ফসল না থাকার কারণে পরিবারটি পরবর্তীতে অনাহারের সন্মুখিন হওয়ার আশংকায় রয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।
বিবেকানন্দ মন্ডল বলেন, এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তিনি আরও জানান, তাকে লালমনিরহাট জেলায় একটি হয়রানীমূলক মামলা দিয়ে হেনস্থা করা হয়েছে। এ বিষয়ে পিরোজপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পিরোজপুর সংবাদদাতা:-