মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশে এবার কৃষকের ১৮ কাঠা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে খানসামা উপজেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১১ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের গাড়পাড়া গ্রামের কৃষক গণেশ চন্দ্র রায়ের লিজ নেওয়া জমির ধান কেটে মাড়াই করে বাড়িতে তুলে দেন তারা। ধান কাটা কার্যক্রমের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জারিফ খান জিয়ন।
ধান কেটে দেওয়া প্রসঙ্গে জারিফ খান জিয়ন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে দিয়েছি। বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মী সব সময় শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়সহ অসহায়, গরিব দুঃস্থ মানুষের পাশে থাকে।
তিনি আরো বলেন, গণেশ চন্দ্র সার ও বিষ এর ফলে ফলন খারাপ হওয়ায় সংসারে অভাব অনাটনের কারণে ধান কাটতে পারছিলেন না। পরে আমরা জানতে পেরে তার ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। দেশের মানুষের দুঃখ-কষ্টে, বিভিন্ন দুর্যোগে সব সময় ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। আমাদের এই কাজের ধারা অব্যাহত থাকবে।
ধান কাটার সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের ছাত্রনেতা শাকিল, রিয়াদ, আসিক, শুভ, সাগর, রাব্বি, সামিউল, পার্থ, সুমনসহ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
অসহায় কৃষক ছাত্রলীগের কার্যক্রমে মুগ্ধ হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা প্রকাশ করেন।
Leave a Reply