মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়েছে।
অদ্য ২২ মে,সোমবার, সকালে বিজিবি'র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র একটি টহলদল দায়িত্বপূর্ণ চৌধুরীপাড়া নামক এলাকায় নাফ নদী সীমান্তে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এসময় বিজিবি টহলদল একজন ব্যক্তিকে সাঁতরে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে এবং তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাকে চ্যালেঞ্জ করে। উক্ত ব্যক্তি দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই লোকালয়ের মধ্য দিয়ে দৌঁড়ে দ্রুত পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে উক্ত ব্যক্তির ফেলে যাওয়া একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে তার ভেতর হতে ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
টহলদল কর্তৃক উক্ত এলাকায় দুপুর ১২০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি'র গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।
তথ্য নিশ্চিত করেছেন,বিজিবিএমএস, অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ।