খোরশেদ আলম রনি
রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
লক্ষীপুরের রায়পুরে আদালতের অস্হায়ী নিষেধাজ্ঞা অমান্য করে বিধবার বিরোধীয় সম্পত্তি জবর দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে।
বিবাদী রুহুল আমিন কারী রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের উত্তর রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সুলতান আহম্মদের বিধবা স্ত্রী মনোয়ারা বেগম (৬৫)বাদী হয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে ১ম দেওয়ানী আদালতে বিবাদী রুহুল আমিন কারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন যার মামলা নং ৫৮/২০২৩,
ওয়ারিশি বিবদমান সম্পত্তির উপর দেওয়াল বিল্ডিং করে জোরপূর্বক জবর দখল করে নিয়েছেন। আমি বাধা দিলে অতিকৃত ভাবে আমাদের উপর হামলা চালিয়ে আহত করে স্হানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন। মনোয়ারা বেগম (৬৫) রেখা বেগম( ৪৫) রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি আছেন।
(২২)মে সোমবার বিকালে বিরোধীয় ০৬ শতাংশ সম্পত্তিটি দখলে নিয়েছেন। বিবাদী রুহুল আমিন কারী, এ ঘটনায় রায়পুর থানায় বাদী মনোয়ারা বেগম অভিযোগ দিলে রায়পুর থানার উপ-পরিদর্শক এসআই বাবুল মিয়া ঘটনা স্থালে গিয়ে কাজ বন্ধ করে দেন। এ ঘটনায়
উভয়পক্ষে কাগজ পএ নিয়ে থানা আসার জন্য বলা হয়েছে।
জানাজায় সোমবার দিনব্যাপী রুহুল আমিন কয়েকজন ১৫/২০ জন সন্ত্রাসী দল বল ও শ্রমিক দিয়ে নালিশী সম্পত্তির উপর বিল্ডিং নির্মাণ করে দখলে নিয়েছেন।
এ ঘটনার অভিযুক্ত রুহুল আমিন কারী সাথে যোগাযোগ করিলে তিনি সত্যাতা শিকার করে বলেন।
ওই সম্পত্তির কিছুটা আমার বাকী পৈত্রিক সম্পতি কিছু তিনি শরীকের নিকট হতে কিনেছেন।
বলে দাবী করেন।
আমি জোর করে সম্পত্তি দখল করেননি। আদালতের নিষেধাজ্ঞার নোটিষ হাতে পেয়েছি।
Leave a Reply