পিরোজপুর প্রতিনিধি :
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, দুর্নীতির প্রতিবাদে ১০ দফা বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে পুলিশের বাঁধার মুখে সমাবেশ করেছে জেলা বিএনপি।
আজ শুক্রবার ২৬ মে সকাল সাড়ে ১০ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজনে শহরের বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শুরুর আগে জেলার বিএনপির নেতা কর্মীদের পুলিশ সামবেশে আসতে বাঁধা দেয়।
পরে পুলিশের বাঁধার উপেক্ষা করে দলীয় কার্যালয়ের সমানে জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা , সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার সহ যুবদল ছাত্রদল ও বিএনপির অনন্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং তারেক রহমানকে দেশে ফিরে আসতে দিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, দুর্নীতির প্রতিবাদে ১০ দফা বাস্তবায়নের দাবি মানতে হবে।
পিরোজপুর সংবাদদাতা