মো,জুলহাস উদ্দিন হিরো, শেরপুর।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতী) আসনের ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট নারী উন্নয়ন সংগঠক নাছরিন বেগম ফাতেমা সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (২৭ মে) দুপুরে শেরপুরের শ্রীবরদী আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুল মিলনায়তনে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মাহবুবুর রহমান সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নাছরিন বেগম ফাতেমা।
তিনি বলেন, শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতী) আসনে প্রকৃত আওয়ামীলীগ যেন নৌকা প্রতীকের মনোনয়ন পায়।
আমি ছাত্রলীগ করেছি, শেরপুর মহিলা কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে ছাত্র মিলনায়তনের সম্পাদক ছিলাম, বর্তমানেও শেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। আমি সব সময় এলাকার অসহায় এতিম ও অতি দরিদ্রদের সাহায্য সহযোগিতা করে আসছি। প্রতিবছর ঈদ ও দুর্গাপূজায় দরিদ্র জন গোষ্ঠীর মানুষের মাঝে সাহায্য সহযোগিতা করে আসছি নিজের সাধ্যমতে। জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে
নারী অধিকার বাস্তবায়নে কাজ করে আসছি।
পাশাপাশি অসহায় নারীদের কল্যানে নিজেকে সর্বদায় নিয়োজিত রেখেছি।
আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী -ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। এজন্য আপনাদের সহযোগিতা চাই। আমি মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে প্রকৃত আওয়ামী লীগ কর্মীদের খুঁজে বের করে সাধ্যমত মুল্যায়ন করবো। সকল ভেদাভেদ ভুলে নৌকা মার্কার পতাকা তলে এসে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার দিবো। মানুষের কল্যাণে আছি, আর জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যাবো নিঃস্বার্থভাবে ।
এসময় শেরপুর জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ, পৌর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা বেগম, শেরপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম স্নিগ্ধা, সদস্য আয়শা সিদ্দিকা, নুসরাত জাহান টুম্পা, শ্রীবরদী উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শ্রীবরদী পৌর শহরে সকল শ্রেণির পেশার ভোটারদের সাথে গণসংযোগ করেন।