নিউজ ডেস্ক :
সিরাজগঞ্জে এক রোগীর পেট থেকে পনেরোটি কলম বের করা হয়েছে। গত বৃহস্পতিবার শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মোতালেব হোসেন নামে মানসিক প্রতিবন্ধী ওই ব্যক্তির পেট থেকে এন্ডোস্কপির মাধ্যমে দীর্ঘ সময় নিয়ে কলমগুলো বের করেন চিকিৎসকরা।
হাসপাতালের কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম খান বলেন, ‘রোগীটি প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে মেডিসিন ওয়ার্ডে প্রথমে ভর্তি হন। এরপর এন্ডোস্কপির মাধ্যমে তার পেটের ভেতরে পনেরোটি কলম দেখে আমরা সকলেই বিস্মিত হই। টানা তিন ঘণ্টার প্রচেষ্টায় আমরা কলমগুলো বের করতে সক্ষম হই। এখন তিনি বেশ ভাল আছেন।’
সার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘এর আগে এন্ডোস্কপির মাধ্যমে ঢাকা মেডিকেলে এক ব্যক্তির পেট থেকে মোবাইল বের করা হলেও একসঙ্গে পনেরোটি কলম বের করার মতো ঘটনা দেশে এটাই প্রথম।’
অধ্যক্ষ অধ্যাপক আমিরুল হোসেন চৌধুরী বলেন, ‘এটা নিঃসন্দেহে আমাদের কাছে অনেক বড় ধরনের সাফল্য।’
হাসপাতালের পরিচালক ডা. সায়ফুল ফেরদৌস মুহা: খায়রুল আতাতুর্ক বলেন, ‘এমন বিরল সাফল্য আমাদের দেশে এই প্রথম। সরকারি কর্মঘণ্টায় এখানকার শিক্ষক ও চিকিসকরা নিয়মিত ফাঁকি না দিয়ে বা দায়িত্ব অবহেলা না করে নিজ প্রতিষ্ঠানে যথাযথভাবে দায়িত্ব পালন করলে এমন প্রশংসিত তারা প্রায়ই হতে পারেন।’
Leave a Reply