মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর।
শেরপুরের নালিতাবাড়ী মধুটিলা ইকোপার্কের চিড়িয়াখানায় থাকা একটি চিত্রা হরিণ রাতের আধারে চুরি করে নিয়ে জবাই করে গোস্ত খাওয়ার অভিযোগে ১জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, মধুটিলা ইকোপার্কের চিড়িয়াখানায় ২টি হরিণ ছিলো। সম্প্রতি পার্কে একটি মৃত হরিণের অর্ধাংশ পড়ে থাকে। বলা হয় হরিণটিকে শেয়ালে খেয়েছে। বেঁচে থাকা অপর চিত্রা হরিণটি গত রোববার রাতে ধরে নিয়ে যায় স্থানীয় দুর্বৃত্তরা। সোমবার সকালে তাকে চিড়িয়াখানায় না পেয়ে খোঁজ করতে থাকে কর্তৃপক্ষ। এলাকাবাসী ও বন বিভাগের লোকজন অনেক সন্ধানের পর সন্দেহভাজন একজনকে আটক করে। আটককৃত বাদশা মিয়া বাতকুচি নামাপাড়া গ্রামের জাহেদ আলীর ছেলে। জিজ্ঞাসাবাদে বাদশার বাড়ির পুকুর থেকে ওই হরিণের চামড়া উদ্ধার করে বন বিভাগ ও এলাকাবাসী।
উদ্ধারকৃত হরিণের চামড়ার দৈর্ঘ্য ছিল ৫ ফুট আর প্রস্থ আড়াই ফুট। ওই চিত্রা হরিণটি জবাই করে রাতেই দুর্বৃত্তরা গোস্ত ভাগ বাটোয়ারা করে নেয়। হরিণটির ওজন ছিলো প্রায় ৫০ কেজির মতো।
এলাকাবাসী জানায়, মধুটিলা ইকোপার্কের চারদিকে সামান্য কিছু অংশে বাউন্ডারি থাকলেও অধিকাংশই খোলামেলা। তাই অরক্ষিত অবস্থায় রয়েছে পার্কটি। ৭/৮ বছর আগে মিনি চিড়িয়াখানায় ছিল ১২/১৩টি হরিণ। এভাবে কমতে কমতে সর্বশেষ একটি হরিণ দেখা যায় পার্কে। এই একটি হরিণেরও শেষ রক্ষা হলোনা।
এবিষয়ে বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাদশা মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। ধৃত বাদশাকে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।