পিরোজপুর প্রতিনিধি:-
প্রকাশিত সংবাদের প্রতিবাদ,
ইন্দুরকানিতে বিজিবি সদস্যের বিরুদ্ধে গৃহিণী সম্ভ্রমহানির অভিযোগ, শিরোনামে একটি নিউজ দৈনিক খোলা বাজার ও প্রচেস্টা নিউজ সহ ২/১ টি অনলাইন পত্রিকার শেষের পৃষ্ঠার এক কলামে এ
প্রকাশিত হয়েছে, উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্য মোঃ তানভীর আহমেদ জাহিদ।
জনাব তানভীর আহমেদ জাহিদ বলেন, গত ২৫ শে মে ২০২৩, দৈনিক খোলা বাজার পত্রিকা ও প্রচেস্টা নিউজ এ শেষের পৃষ্ঠায় ও ২/১ টি অনলাইনে আমাকে জড়িয়ে প্রকাশিত “ইন্দুরকানিতে বিজিবি সদস্যের বিরুদ্ধে গৃহিণীর সম্ভ্রমহানির হানির অভিযোগ” শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়।
যাহা সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি উক্ত ঘটনার দিন এলাকাতে ই ছিলাম না।
যাকে জড়িয়ে ঘটনা বলা হয়েছে, উনি আমার বড় ভাইয়ের স্ত্রী, আমার মায়ের মত, আমরা পাশাপাশি ঘরে থাকি, তাহাদের সাথে সম্পত্তি নিয়ে আমার বাপ চাচাদের সাথে বিরোধ থাকতে পারে, সম্পত্তিগত বিষয়ে বাদ দিয়ে তারা আমাকে চরিত্রগত ভাবে জড়ানোর চেষ্টা করছে।
বা তারা এখন আমার চরিত্র হরণের চেষ্টা চলছে,এবং আমার মায়ের মত ভাবি যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়ার ও ভিত্তিহীন।
উক্ত ঘটনার সাথে আমি জড়িত না ।
আমার সম্পর্কে এলাকায় ধারণা নিলে সবাই জানতে পারবে কারো সাথে আমার ব্যক্তিগত কোন শত্রু নাই ,আমি কোন রাজনৈতিক দলের সদস্য না আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্ডার গার্ড এর দায়িত্বে আছি এবং সৎ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি ।
কার কোন ইন্দনে কোন ধরনের যাচাই বাচাই না করে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে এহেন ঘৃর্ন্য ও জগন্য কাজ করেছে উক্ত সাংবাদিক।
আমি সংশ্লিষ্ট সাংবাদিকদের প্রকৃত ঘটনা জেনে সঠিক সংবাদ পরিবেশনের আহবান জানাচ্ছি, অন্যথায় আমি আইনের আশ্রয় নিতে বাধ্য থাকিব।
তানভীর আহমেদ জাহিদ
Leave a Reply