পিরোজপুর প্রতিনিধি:-
মিথ্যা অভিযোগ দিয়ে বিজিবি সদস্য তানভীর আহমেদ জাহিদকে ফাঁসানোর চেষ্টা চলছে।
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার উত্তর ভবানীপুর গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য, জনাব তানভীর আহমেদ জাহিদ নামের এক সদস্যের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ ও মামলা করেন এক ই বাড়িতে থাকা তার চাচা মোঃ হাবিব হাওলাদার ও আর বড় ভাইয়ের ছেলে বউ শাহিদা বেগম
উল্লেখ্য দীর্ঘদিন চাচাতো ভাইদের সাথে জমা জমি সংক্রান্ত বিরোধের কারণে ভাইদের মধ্যে মারামারি কোপাকোপি হামলা মামলা হয় এর জেরধরে অসুস্থ ভাইয়ের বউকে দিয়ে তানভীর আহমেদ জাহিদের নামে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
উল্লেখ্য শাহিদা খাতুনের স্বামী মানসিক রোগী থাকায় চাচাতো দেবর কামরুলের বাড়িতে গেরস্থলী কাজ করে সাহিদা বেগম এই সুযোগে বিভিন্ন উপঢোকনের বিনিময়ে কামরুল ইসলাম, শাহিদাকে দিয়ে জাহিদের বিরুদ্ধে এ মিথ্যা মামলা করায়,
গত বছর ২৬ শে নভেম্বর ২০২২ সব চাচাতো ভাইয়ের সম্পত্তি মাপঝোক ও বন্টনের জন্য নির্ধারিত তারিখ ছিল কিন্তু হাবিব হাওলাদারের ঘর , এবং অপর চাচাতো ভাই কামরুল তার চাচতো চাচা মোঃ শাহজাহান এর জমি জবরদখল করে রাখার জন্য ও অন্য জায়গা ছেড়ে দিতে হবে এই আশঙ্কায়
হাবিব, কামরুল গংরা চাচাত ভাইদেরকে ভাড়াটে মাস্তান দিয়ে বেধড়ক মারপিট করেন এবং খুনের উদ্দেশ্য
চাচা এবং চাচাতো ভাই মোঃ নান্না মিয়ার উপর অতর্কিত হামলা চালায় উক্ত ঘটনায় জাহিদের আব্বাসহ মোট ৪জন গুরুতর আহত হয়েছেন । এই ঘটনায় বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন জাহিদের বড় চাচা শাহজাহান মিয়া।
এরপর এই মামলা উঠানোর জন্য জাহিদের আব্বা এবং চাচাতো ভাইদেরকে কামরুল ও হাবিবগংরা বিভিন্ন প্রকার হুমকি ধামকি দিয়ে আসছে উপায় না দেখে কামরুলের বাড়িতে কাজ করা অসুস্থ ভাই এর বউকে দিয়ে জাহিদের নামে মিথ্যা মামলা দায়ের করেন,
এব্যাপারে এই প্রতিবেদককে ইন্দুরকানী থানার অফিস ইনচার্জ
জনাব এনামুল হক বলেন শাহিদা বেগমের কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি তদন্ত করার আগেই তারা কোর্টে মামলা করেছে।
তবে এদের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে।
এ ব্যাপারে ইন্দুরকানি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইমন তালুকদার বলেন জাহিদ সম্পর্কে আমি যতটুকু জানি ও ভালো ছেলে, তবে তাদের ভাইদের মতো দীর্ঘদিন যাবত সম্পত্তি নিয়ে বিরোধ আছে।
পিরোজপুর সংবাদদাতা।
ছবি -প্রতিকি