সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট ::
লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে।
রোববার (৪ জুন) সকাল ১১টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য লালমনিরহাট জেলা কতৃপক্ষ ও লালমনিরহাট জেলা প্রশাসনের সহযোগিতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরাপদ খাদ্য শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে জেলার কর্মরত সাংবাদিক বৃন্দ অংশগ্রহনে করে। লালমনিরহাট জেলা নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা- সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়,এতে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্যাহ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রধান কার্যালয় ঢাকার বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ কুমার সিংহ। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও দৈনিক আমার সংবাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি এস আর শরিফুল ইসলাম রতন, দৈনিক আলোকিত চিত্র লালমনিরহাট জেলা প্রতিনিধি হেলাল হোসেন কবির, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক ও দৈনিক দেশবাংলা লালমনিরহাট জেলা প্রতিনিধি মাসুদ রানা রাশেদ, বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের বসুন্ধরা ও দৈনিক গনমুক্তির জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান প্রমুখ।
এ কর্মশালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় লালমনিরহাটের কর্মকর্তা-কর্মচারীসহ লালমনিরহাটে কর্মরত সাংবাদিক বৃন্দ অংশ গ্রহণ করেন।
কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন, বিপনন,সংরক্ষন বিষয়ে সার্বিক আলোচনা করা হয়,গনমাধ্যম কর্মীরা নিরিপদ খাদ্য বাস্তবায়নে প্রতিবন্ধকতা গুলো তুলে ধরেন। লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ নিরাপদ খাদ্য বাস্তবায়নে গনমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগীতা চান।