মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।
শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতের লোডশেডিং ও অসহ্য গরম থেকে বাঁচতে বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
(৮ জুন) বৃহস্পতিবার দুপুরে ইওেফাকুল ওলামা নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আল্লাহর কাছে শান্তি ও রহমতের বৃষ্টির জন্য ইসতিস্কার নামাজ আদায় করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুকছেদুর রহমান লেবু, ভাইস চেয়ারম্যান আলহাজ মোঃ আমিনুল ইসলাম, সংগঠনের
সভাপতি মুফতি ওবায়দুর রহমান, সম্পাদক হাফেজ ইসমাইল হোসেনসহ অন্যান্য আলেম-ওলামা ও বিভিন্ন মহলের প্রতিনিধিগণ।
এক সংক্ষিপ্ত আলোচনায় বিভিন্ন উলামায়ে কেরামগণ ইসতিস্কার নামাজের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।
উক্ত নামাজে উপজেলার হাজারো ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নিয়ে তীব্র গরমে স্বস্তি পেতে আল্লাহ্’র রহমতের বৃষ্টি কামনা করে মোনাজাত করেন।
উল্লেখ্য- গত ১ মাস ধরে অত্র উপজেলায় চলছে খড়া, নেই বৃষ্টি। মাঠে পানি না থাকায় বন্ধ রয়েছে চাষাবাদ। অসহ্য গরম আর বিদ্যুত সংকটে মানুষ ও প্রাণীকুলের জীবনে অস্থিরতা বিরাজ করছে।
Leave a Reply