বিশেষ প্রতিনিধি
সিএমপি খুলশী থানার অভিযানে ডাকাতি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। সাজা পরোয়ানা থানায় গৃহীত হওয়ার পর খুলশী থানার এসআই (নিঃ) খাজা এনাম এলাহী,এসআই (নিঃ) আবু হাসনাত মিশু,এএসআই (নিঃ) সোহেল আহমেদ,এএসআই (নিঃ) রাজীব দে,
এএসআই(নিঃ) মোঃ জহির উদ্দিন আসামিকে আটক করে।
৭জুন,বুধবার,নগরীর খুলশী থানাধীন ওয়ার্লেস মোড় এলাকায় অভিযানে সাজাপ্রাপ্ত আসামী শামীম প্রঃ বিহারী শামীম প্রঃ বিহারী গুড্ডু’কে গ্রেফতার করেন।
গত ৩০/০১/০৬ খ্রিঃ অজ্ঞাতনামা ৭/৮ জন মুখোশধারী ডাকাত খুলশী থানাধীন লালখান বাজার বাঘঘোনার মোড়ে বাদির বাড়িতে ডাকাতি করে নগদ ১,৩৫,০০০/= টাকা, ৩৫ ভরি স্বর্ণালংকার, ০২টি মোবাইল সেট এবং ০১টি ডিজিটাল ক্যামেরা লুন্ঠন করে নিয়ে যায়। পরবর্তীতে বাদি অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাতের বিরুদ্ধে সিএমপি খুলশী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে সিএমপি খুলশী থানার তৎকালীন এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম মামলার তদন্ত শেষে আসামী শামীম প্রঃ বিহারী শামীম প্রঃ বিহারী গুড্ডুসহ তার সহযোগীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করেন।
বিজ্ঞ অতিরিক্ত মহানগর দায়রা জজ ১ম আদালত, চট্টগ্রাম এর বিচারক মোঃ কামাল হোসেন সিকদার গত ২৮/০২/২০২৩ খ্রিঃ আসামী শামীম প্রঃ বিহারী শামীম প্রঃ বিহারী গুড্ডুসহ তার সহযোগীদের দোষী সাব্যস্থ করে ১৭ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ০২ মাসের বিনাশ্রম প্রদান করতঃ পলাতক আসামীদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেন।
আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে,ধৃত আসামীর বিরুদ্ধে আরো ০৩টি ডাকাতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
Leave a Reply