সুমন ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নছিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের পর পেছন থেকে অটোরিকশার ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও চারজন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী আঞ্চলিক সড়কে উপজেলার বালিয়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানার এসআই আব্দুস সোবহান।
নিহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (৪৫), রাণীশংকৈল উপজেলার মুজাহিদাবাদের আলিম উদ্দীন (৫৫) ও আরাজি চন্দনচহট মালি বস্তি গ্রামের আবুল হোসেন (৬৭)।
মোস্তাফিজুর মোটরসাইকেল, আলিম অটোরিকশার ও আবুল নছিমনের যাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আব্দুস সোবহান বলেন, রোববার সকালে ঠাকুরগাঁও থেকে গরু নিয়ে নছিমন বালিয়াডাঙ্গীর দিকে যাচ্ছিল। বালিয়াপুকুর এলাকায় নছিমনটি পৌঁছলে অন্যদিক থেকে হঠাৎ মোটরসাইকেল নিয়ে সড়কে ওঠেন মোস্তাফিজুর রহমান। ফলে মোটরসাইকেল ও নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।
“এ সময় পেছন দিক থেকে আসা আরেকটি অটোরিকশা নছিমনকে ধাক্কা দিলে অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আলিম উদ্দীন মারা যান।
তিনি আরও বলেন, সংঘর্ষে পাঁচজন আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই আবুল হোসেনের মৃত্যু হয়।
এ ছাড়া দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাফিজুরের মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে তিনটি যান জব্দ করে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক রবিকুল আলম চয়ন বলেন, আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাকিদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হাসপাতালের এই চিকিৎসক।