বিশেষ প্রতিনিধি
পটিয়া থানা পুলিশ কর্তৃক চট্টগ্রাম-কক্সবাজার মহা-সড়কের ছোট বড় ১৪(চৌদ্দ)টি গার্ডরেইল সহ ৮জন চোর গ্রেফতার।
১১জুন,রাত ১টা-সাড়ে ৪টায় টায় চুরি করে নেওয়া ১৪(চৌদ্দ)টি অ্যালুমিনিয়ামের তৈরী ছোট-বড় গার্ডরেইল উদ্ধার পূর্বক সকাল ৯টায় এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল জব্দ তালিকা মূলে জব্দ করেন।
চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ্ বিপিএম মহোদয়ের নির্দেশনায়,অতিরিক্ত পুলিশ সুপার পটিয়া সার্কেল ড.আশিক মাহমুদ বিপিএম মহোদয়ের তত্বাবধানে প্রিটন সরকার অফিসার ইনচার্জ পটিয়া থানা, নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ আবদুল জলিল,এসআই(নিঃ) মোঃ মামুন ভূইয়া,এএসআই(নিঃ) আব্দুল কালাম সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল-১০ডিউটিকালিন সময়ে গোপন সংবাদে আসামীদের আটক করে।
আটকৃতরা হলেন ১।মোঃ নজরুল ইসলাম(৫২),২।ফারুক আহম্মদ ফারুক(৫৪),৩।মোঃ দিদারুল আলম(২২),৪। মোঃ সজিব(২২) ৫। মোঃ সেলিম (৪৮) ৬। মোঃ শহিদুল ইসলাম(২৮), ৭। মোঃ রিয়াজ(২১), ৮। মোঃ নুরুন্নবী(২৪)।
২নং থেকে ৭নং আসামীদের দেওয়া তথ্য মতে ১নং আসামী নজরুল ইসলাম এর বসত বাড়ির উঠান হইতে তার দেখানো মতে পটিয়া থানাধীন ১৪নং ভাটিখাইন ইউনিয়নে ৫নং ওয়ার্ডের ভাটিখাইন ব্রিজে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রাস্তার দুইপাশে অবস্থানকালে তালিকা মূলে জব্দ করেন।
চুরির ঘটনা সংক্রান্তে মোহাম্মদ ইউনুছ বাদী হয়ে উপরোক্ত বিবাদীদের বিরুদ্ধে এজাহার দায়েরের প্রেক্ষিতে আটককৃত আসামীদের বিরুদ্ধে পটিয়া থানার মামলা রুজু করত: আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন।