সাগর মোড়ল
তালা,সাতক্ষীরা
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৪ ই জুন) বিকাল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম,সি.সহ সভাপতি এসএম জাহাঙ্গীর হাসান,সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ মান্নান,যুগ্ম-দপ্তর সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু,কার্যকারী সদস্য এসএম আকরামুল ইসলাম,বিএম বাবলুর রহমান,মো:বাহারুল ইসলাম,এসএম জহর হাসান সাগর,মো: আব্দুল মজিদ,কাজী ইমদাদুল বারী জীবন,মো: লিটন হুসাইন,মো: বাহারুল ইসলাম মোড়ল,মো: রহুল আমিন মোল্লা,মো: হাফিজুর রহমান,কাজী এনামুল হক বিপ্লব,শেখ ফয়সাল হোসেন,পার্থ প্রতিম মন্ডল,সহযোগী সদস্য মো: সাগর মোড়ল,মো: তপু শেখ,শফিউর রহমান ডানলাপ,খান আল মাহবুব হুসাইন প্রমুখ।
প্রকাশ থাকে যে, তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি চলমান থাকাবস্থায় তালা প্রেসক্লাবের নাম ব্যাবহার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের দপ্তর স্বারক নম্বর ৩৭.০২.৮৭৯০.০০.০৬.০৩.১৭-২৭(যুক্ত).তারিখ-০২/০৮/২০১৭ মোতাবেক তালা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে তফশিল ঘোষনা করেন। উক্ত তফশীল অবৈধ্য ঘোষনার দাবিতে বিজ্ঞ সাতক্ষীরা সহকারী জজ আদালতে দেওয়ানী ৮০/ ২০১৭ মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় নিষেধাজ্ঞার প্রার্থনা না মজ্ঞুর হলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে মিস আপিল ২৯/২০১৭ আপিল করা হয়। বিজ্ঞ দায়রা জজ শুনানী অন্তে আপিল মজ্ঞুর করে নিম্মআদালতে পুনঃ শুনানীর জন্য নির্দেশ দেন। পুনঃ নামজ্ঞুর হলে জেলা জজ আদালতে ৪৭/২০২০ আপিল করা হয়। দোতরফা শনানী অন্তে ১৮/৫/২০২২ তারিখ শনানী অন্তে আপিল মজ্ঞুর হয়। নিম্ম আদালতে পুনঃ শুনানীর জন্য নির্দেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সিভিল রিভিশন মামলা নম্বর ৪৪৭৪/২০২২ এর ২৪ শে অক্টোবর মহামান্য বিচারপতি মহোদয় শুনানী অন্তে নির্বাচনী তফশিলের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন। পরবর্তীতে ১৪ মে ২০২৩ মহামান্য বিজ্ঞ বিচারপতি পুনরায় ৬ মাসের জন্য স্থগিত আদেশের মেয়াদ বৃদ্ধি করেন। মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায় বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় স্বারক নম্বর ২১তারিখ ০২/১/ ২০২৩ মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার তালা কে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করেছেন। তালা প্রেসক্লাবের সার্বিক বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন কে অবহিত সহ তালা প্রেসক্লাবের নাম ব্যাবহারে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিষেধাজ্ঞা বহাল থাকায় মহামান্য হাইকোর্ট বিভাগের রায় অমান্য করে পদ পদবী ব্যাবহার না করতে পারে বা সরকারের কোন দপ্তর পত্র প্রদান না করেন তৎমর্মে তাকে অবহিত করা হয়।
Leave a Reply