স্টাফ রিপোর্টার :
মাদারীপুরে চাঁদার টাকা দিতে অস্বীকার করায়
যে কোন সময় মাদক ব্যবসায়ী এলাকার ত্রাস একাধিক মামলার পলাতক আসামী, সন্ত্রাসী মিলন, পিতা আলম নপ্তী এশিয়ান টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি মাসুদ হোসেন খান কে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে।
আজ রবিবার বিকাল ৫টা ২০ মিনিটে উক্ত সাংবাদিকের ব্যাবহৃত মোবাইল ফোনে কল করে এই হুমকি দেয় মাদক ব্যবসায়ী। যার ফোনে রেকর্ড করা রয়েছে।
আজ সকালে জেলা প্রশাসক মাদারীপুর এর কার্যালয়ে একটি সংবাদ সম্পর্কিত বক্তব্য আনতে যাওয়ার সময় সন্ত্রাসী মিলন ও তার কয়েকজন সহযোগী পূর্ব থেকে তার বাড়ীর পাশের রাস্তায় ওঁৎ পেতে বসে ছিলো ঐ সময় মাসুদ হোসেন খান ও তার ক্যামেরা পরাসন শামিম খান, দৈনিক গণতদন্ত পত্রিকা পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি, বেলায়েত হোসেন এবং ব্যাক্তিগত সহকারী আসাদ ফকির মাদারীপুর শহরে যাওয়ার পথে তাদের মোটর সাইকেল এর পেছন থেকে ধাওয়া করে ধরতে না পেরে একটি অপরিচিত মোবাইল ফোন থেকে সাংবাদিককে কল করে ১০ হাজার টাকা চাঁদা দাবী করলে তাতে অস্বীকৃতি জানালে চড়াও হয়ে বাড়ি ফেরার পথে দেখে নেবে বলে জানায় সন্ত্রাসী মিলন।
অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য সাংবাদিক মাসুদ খান ও ক্যামেরা পারসন শামিম ও বিকল্প রাস্তা ব্যাবহার করে বাড়ি চলে যায়।
ফেরার পথে শামীমের মোটরসাইকেল বিকল্প রাস্তা ব্যাবহার না করে করে মাদারীপুর লেকপাড় হয়ে বাড়ী ফেরার পথে বড়বাড়ী নামক স্থানে পৌছালে তাকে একা পেয়ে মোটরসাইকেল এর গতিরোধ করে এলোপাতাড়ি পেটাতে থাকে মাদক ব্যবসায়ী মিলন ও তার সহযোগীরা।
আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পরলে শামিমের পকেটে কয়েকটি ইয়াবা দিয়ে বলে, যে বল এই ইয়াবা মাসুদ খানের। এই কথা বলে জোরপূর্বক ক্যামেরা পারসনের নিকট থেকে স্বীকারোক্তি নিয়ে ভিডিও করতে থাকে মাদক ব্যাবসায়ী মিলন।
মুমূর্ষু অবস্থায় শামিমকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পথচারীরা।
উল্লেখ্য, ইতিপূর্বে ঝাউদী ইউনিয়নের এক জনপ্রতিনিধির নিকট দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে তাকেও মারধর করে এই মাদক ব্যাবসায়ী সন্ত্রাসী মিলন।
Leave a Reply