মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দ্রুত ফাঁসির দাবীতে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শ্রীবরদীর কর্মরত সাংবাদিকদের আয়োজনে সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ১১ টায় পৌর শহরের চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দৈনিক সংবাদ প্রতিনিধি ফেরদৌস আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাবেক উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, দৈনিক বাংলাদেশ সামাচার প্রতিনিধি আহাছানুজ্জামান ফিরোজ,ডেইলি ইন্ডাষ্টি জেলা প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল,কবি হাদিউল ইসলাম, সামাজিক সংগঠন লোকাল বয়েজ এর প্রতিষ্ঠাতা পরিচালক এজেড রুমান,যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি রমেস সরকার, মাই টিভির জেলা প্রতিনিধি তারেক মুহাম্মদ আব্দুল্রাহ রানা, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি তাসলিম কবির বাবু, দৈনিক উর্মি বাংলার নির্বাহী সম্পাদক উতপল মহন্ত, দৈনিক মাটি ও মানুষ পত্রিকার প্রতিনিধি সুমি মহন্ত, দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি আবু সাইদ দিনার,দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি সোহানুর রহমান সোহাগ ও সামাজিক সংগঠন শিক্ষার আলোর প্রতিষ্ঠাতা পরিচালক সাজিদ হাসান শান্ত প্রমূখ। মানববন্ধনে বক্তারা সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের দ্রুত ফাঁসির দাবী জানান।
উল্লেখ্য, গত বুধবার রাতে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে ইউপি চেয়ারম্যান বাবুর নেতৃত্বে গুরুতর আহত করে দূর্বৃত্তরা। পরদিন বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
Leave a Reply