মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
শেরপুর জােনের আওতাধীন গ্রামীণ ব্যাংক নালিতাবাড়ী সদর, নন্নী ও কলসপাড় শাখা অফিসে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
"গাছে গাছে ভরবো দেশ, আসবে সবুজ ছায়ার পরিবেশ" এ স্লোগানকে সামনে রেখে গ্রামীণ ব্যাংক নন্নী নালিতাবাড়ী শাখায় বৃক্ষরোপণ কর্মসুচী পালিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে গ্রামীণ ব্যাংক নন্নী নালিতাবাড়ী শাখার উদ্যোগ অফিস চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদ চেয়ারম্যানের পরামর্শে সদস্যদের মাঝে বিভিন্ন ফলজ চারা গাছ বিতরণ করা হয়। এর আগে গ্রামীণ ব্যাংকের আয়োজনে ১০ জন মেধাবীর মাঝে ছাত্রবৃত্তি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- গ্রামীণ ব্যাংক নন্নী নালিতাবাড়ী শাখার ব্যবস্থাপক তাজুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক রকিবুল হাসান, অত্র শাখার সকল সহকর্মীসহ সদস্যগণ।
অপরদিকে- গ্রামীণব্যাংকের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে মঙ্গলবার (২০ জুন) দুপুরে গ্রামীণব্যাংক কলসপাড় নালিতাবাড়ী শাখার উদ্যোগে সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক নালিতাবাড়ী এরিয়ার ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মোঃ রশিদুর রহমান ও কলসপাড় শাখা ব্যবস্থাপক (প্রিন্সিপাল অফিসার) মোহাম্মদ চাঁন মিয়াসহ শাখার সকল সহকর্মী ও বিভিন্ন সদস্যগণ।
এছাড়াও- সারাদেশের ন্যায় মঙ্গলবার (২০ জুন) দুপুরে গ্রামীণব্যাংক নালিতাবাড়ী সদর শাখার উদ্যোগে অফিস চত্বরে সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক নালিতাবাড়ী সদর শাখার ব্যবস্থাপক শামিম আহমেদ, সহকারী ব্যবস্থাপক বখতিয়ার হোসেন ও শাখার সকল সহকর্মী ও বিভিন্ন সদস্যগণ।