মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে গঠিত কৃষক গ্রুপের মাঝে স্প্রেয়ার, পাওয়ার স্প্রেয়ার ও ফিতা পাইপ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১২টায় সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে কৃষি যন্তপাতি বিতরণ করেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খাইরুল হুদা চপল,উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন।
এ সময় উপস্থিতি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) নিগার সুলতানা কেয়া, উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুল আলম, কৃষি সম্প্রসারণ অফিসার নাসরিন সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) মোঃ মানিক মিয়া, গৌরারঙ্গ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত আলী ও কৃষক গ্রুপের সদস্যবৃন্দ।
পতিত জমি চাষের আওতায় নিয়ে এসে ফসল উৎপাদনের লক্ষ্যে ফসলের আন্ত পরিচর্যা ও সেচ সুবিধা বৃদ্ধি করার জন্য প্রকল্পের মাধ্যমে উক্ত যন্ত্রপাতি বিতরণ করা হয়।