আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাই থানা পুলিশ অভিযান চালিয় ১৪ কেজি গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা আসামিরা হলো চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ভুঁইয়ারা গ্রামের মৃত আছমত আলীর ছেলে জসিম মিয়া (৪১), শাহ আলমের ছেলে সেলিম (২২), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার গোপালপুর গ্রামের ফুল মিয়ার ছেলে সাদ্দাম হাওলাদার (১৯), নওগাঁ সদর থানার সুলতানপুর মহল্লার শ্যামল চন্দ্রের ছেলে কাজল চন্দ্র (৩২), মৃত রাজন চন্দ্রের ছেলে পলাশ চন্দ্র দেবনাথ (২৯) ও পারনওগাঁ মহল্লার মৃত রইচ মন্ডলের ছেলে বজলুর রহমান (৩৯)।
জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে এলাকায় গাঁজাসহ বিভিন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। গত বৃহস্পতিবার রাত ১১ টার দিক তারা নাটোর থেকে একটি সিএনজি যোগে আত্রাইয়ের দিকে আসছিল। আত্রাই সেতুর দক্ষিণ পার্শে পোঁছলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার রাশিদুল হকের নির্দেশনায় আত্রাই থানার ওসি তারেকুর রহমান ও এসআই রাশেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম তাদেরকে চ্যালেঞ্জ করেন। এ সময় তাদের মালামাল তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে এলাকায় গাঁজাসহ বিভিন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। এ গাঁজাগুলাও আত্রাই এবং নওগাঁর বিভিন্ন পয়েন্টে সরবরাহ করা হতো। গতকাল শুক্রবার এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই, নওগাঁ
২৩/০৬/২৩