বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের রামু থানাধীন কচ্ছপিয়া এলাকায় অভিযানে ৮,০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।
২৩জুন,বিকাল ০৫.৪০ টায় সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল মাদক বিরোধী অভিযানে একপর্যায়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে মফিজুর রহমান প্রকাশ রুবেল (২৩) নামে মাদক কারবারী ধৃত হয়। আটককৃতের পিতা-নুরুল আলম,সাং-মামা ভাগিনা ঝিরি, ৪নং ওয়ার্ড,দোছড়ি ইউনিয়ন,থানা-নাইক্ষ্যংছড়ি,জেলা-
বান্দরবান বলে জানা যায়।
গোপন সংবাদ রামু থানাধীন কচ্ছপিয়া ইউনিয়নের ০২নং ওয়ার্ডের দোছড়ি এলাকায় একজন মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে ইয়াবাসহ অবস্থান করছে। উক্ত তথ্যের প্রেক্ষিতে মাদক কারবারি’কে আটক করে।
সাক্ষীদের সম্মুখে আটককৃতের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৮,০০০ (আট হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ধৃত মাদক কারবারী দীর্ঘদিন যাবত বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বান্দরবান ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে মর্মে জানায়।
উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। তথ্য নিশ্চিত করেছেন,
র্যাব-১৫ অধিনায়ক এর পক্ষে মোঃ আবু সালাম চৌধুরী- অতিঃ পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
Leave a Reply