মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
১০ বছর ধরে আদালতে মামলা চলার পর আদালতের রায় পেয়ে আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনসহ ১২ শতাংশ জমির দখল বুঝে পেয়েছে বাদী পক্ষ।
শনিবার (২৪ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত আদালতের পক্ষে নাজির তোফায়েল দিনাজপুরের খানসামায় আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর মৌজায় আদালতের নির্দেশে ওই ভবনসহ ১২ শতাংশ জমি ১. হিমাংশু সাহা ও বিভূতি সাহা ২. ভাস্কর সাহাকে বুঝিয়ে দেন।
জানা যায়, এই জমি ১৯৭৫ সালের পর থেকে স্থানীয় সরকারকে ভাড়া দেয়া হয়েছিল। ২০১২ সালের পর আর ভাড়া না দেওয়ায় আদলতে একটি মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে রায় হয়।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে, আদালতের রায়ে সমস্ত মালামাল নতুন ভবনে সরিয়ে নিয়েছি এবং এই জমি ছেড়ে দিয়েছি।
থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, আদালতের নির্দেশ মতে আদালতের প্রতিনিধিগণ ইউনিয়ন পরিষদের মালামাল বুঝায় দিয়েছে। আমরা তাদেরকে সহযোগিতা করেছি।
জমি ফেরত পাওয়া বিভূতি বলেন, আমরা আদালতের মাধ্যমে এই জমি পেয়েছি। যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে তাদের ধন্যবাদ।
ছবির ক্যাপশন: আদালতের নির্দেশে ভবনে তালা লাগিয়ে দিচ্ছেন বাদীগণ।
বার্তা প্রেরকঃ
মাসুদ রানা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
Leave a Reply