আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) থেকে :
নওগাঁর আত্রাইয়ে প্রচার প্রসার ছাড়াই অব্যবস্থাপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হচ্ছে কৃষি প্রযুক্তি মেলা-২০২৩। প্রচারণার অভাবে ক্রেতার উপস্থিতি কম হওয়ায় লোকসানের সম্মুখিন হয়ে পড়েছেন নার্সারী মালিকেরা। ফলে তাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ ফুটবল মাঠে গত শনিবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মলা। অন্যান্যবার মেলার কয়ক দিন পূর্ব থেকে এলাকা জুড়ে মাইকিং করে ব্যাপক প্রচারণা করা হতো। ফলে মেলাতে বিপুল সংখ্যক ক্রেতা ও উৎসুক জনোতার ভীড় লেগেই থাকতো। এবারে কোন প্রচার প্রচারণা ছাড়াই স্বল্প পরিসর মেলার আয়োজন করা হয়েছে। মেলাতে ১৩টি নার্সারীসহ কয়েকটি স্টল প্রদর্শিত হয়েছে। এদিকে মেলার প্রচারণা ও অব্যবস্থাপনার জন্য নার্সারী মালিকরা ক্ষুদ্ধ হয় উঠেছেন।
উপজেলার মধুগুড়নই গ্রামের সবুজ নার্সারীর সত্বাধিকারী আব্দুল করিম বলেন, এবারের মেলার তেমন কোন প্রচার প্রচারণা করা হয়নি। মেলা শুরুর আগের দিন আমাদেরকে ডেকে এখানে স্টল দিতে বাধ্য করা হয়েছে। আমরা বার বার এলাকায় মাইকিং ও প্রচারণার কথা বললেও কর্তৃপক্ষ ভ্রুক্ষেপ করছেন না। ফলে আমাদের কেনা বেচা একবারে নেই বললেই চলে। এতে আমরা অনেক লোকসান আশঙ্কা করছি। এ ব্যাপার উপজেলা কৃষি অফিসার তাপস কুমার রায় বলেন, প্রচারণা করা হয়নি এটি সঠিক নয়। গত দুই দিন যাবত এলাকায় মাইকিং করা হচ্ছে। তবে অনাবৃষ্টি ও আসন্ন ঈদকে কেন্দ্র করে মেলাতে লোক সমাগম কম হচ্ছে বলে আমার ধারণা।
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।
Leave a Reply