সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রতিভা বিকাশে মেধাবীর সন্ধানে,স্লোগান কে সামনে রেখে মুহাদ্দিসে গাজিনগরী ফাউন্ডেশন বাংলাদেশ'র এর আবির্ভাব। কেন্দ্রীয় কমিটির উদ্যোগে উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হযরত মাও.শায়খ হাম্মাদ আহমেদ (আমেরিকা) শানে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার (২৬ জুন ) সন্ধায় শহরের পৌরবিপনি মার্কেটের দ্বিতীয় তলায় সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব অফিসে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
ফাউন্ডেশনের উপদেষ্টা হাফিজ আতাউর রহমান লস্কর'র সভাপতিত্বে ও এম.মাহফুজুর রহমান সজিব'র সঞ্চালনায় উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশ, সুনামগঞ্জ পৌরসভা কমিটির উপদেষ্ঠা হযরত মাও.মুবাশ্বির আলী বর্মাউত্তরী এবং প্রিন্সিপাল মাও.আব্দুস শহীদ (ইসলামী আন্দোলন নেতা)ও মুফতি এহসান রেজা মুহিবী৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সুনামগঞ্জ কল্যান সমিতির সভাপতি সিরাজুল ইসলাম শ্যামল ও সিনিয়র সাংবাদিক গাজী আফজাল হোসেন,আরো উপস্তিত ছিলেন সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হানিফ (মাই টিভি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি) ইফতিয়াজ সুমন প্রমূখ৷এম.মাহফুজুর রহমান সজিব বলেন উক্ত ফাউন্ডেশনের দ্বারা সারা বাংলাদেশে গরীব দুখী মানুষের সেবা করে আসছে ও ফাউন্ডেশনের শাখা গুলোর মধ্যে আরেকটি হল বেদায়াতুল হেদায়া দ্বীনি শিক্ষা কোর্স।উক্ত কোর্সে হাজার দু এক শিক্ষার্থী দ্বীনি শিক্ষা নিয়ে আসছে।আলোচনায় অথিতিগনে শায়খ হাম্মাদ আহমদ গাজীনগরীর নেক হায়াত কামনা করে বলেন আলীমগণ শুধু খায়না তাঁরা ও টাকা পয়সা বিলীন করে যেমন শায়খ হাম্মাদ আহমদ। পরিশেষে হাফিজ আতাউর রহমান লস্কর এর মুনাজাতের মাধ্যমে আলোচনা সমাপ্তি করা হয়।
২৬/০৬/২০২৩ ইং