মো: জলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় নিহত-৪ এবং ২জন গুরতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। জানাগেছে আত্মীয়র বাড়িতে কুরবানীর গোশত দিতে গিয়ে শুক্রবার ৩০শে জুন মধ্যরাতে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামের রফিক মিয়ার ছেলে রবিউল ইসলাম (৪০) এবং আব্দুল্লাহ-র ছেলে সাইদুর (৩৭)।
অপর ঘটনায় ব্যাটারিচালিত মিশুক অটোর সাথে মোটর সাইকেলের সংঘর্ষে মোঃ মিশর মিয়া (১৬) এবং উৎসব মিয়া (১৩) নামের দুইজন নিহত হয়েছে। এতে গুরুতর আহত সদর উপজেলার দিঘলদী টিকার চর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সবুজ মিয়া (১৭) ও কুলুরচর ডাকপাড়া গ্রামের ওমর মিয়ার ছেলে জামান সরকার (২৩) নামে দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ঘটনাটি ঘটে ঈদের দিন সন্ধ্যার দিকে শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের কুলুর চর সূর্যের হাসি কমিউনিটি ক্লিনিকের কাছে। এতে নিহত মিশর মিয়া (১৬) টিকার চর গ্রামের তারা মিয়ার ছেলে এবং উৎসব মিয়া (১৩) কুলুর চর গ্রামের নাসিম মিয়ার ছেলে। তারা সকলেই সদর উপজেলার বাসিন্দা। এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, রবিউল কুরবানীর গোশত নিয়ে শুক্রবার রাতে অটোরিকশা যুগে নালিতাবাড়ি উপজেলার নন্নী গ্রামে আত্মীয়র বাড়ীতে যাচ্ছিলেন। পথিমধ্যে কদমতলী বাজার এলাকায় একটি টার্নিং এ পৌঁছালে নন্নী থেকে ঢাকাগামী লুবনা এক্সক্লোসিভ (নাম্বার- ঢাকা মেট্রো-ব-১৫৪১) গাড়িটি দ্রুতগতিতে ছুটে এসে অটোরিকশাটিকে চাপা দিয়ে ছেঁচড়ে নিয়ে যায়। এ ঘটনায় অটোরিকশাটি গাড়ির নিচে পরে দুমরে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা চালক সাইদুল এবং যাত্রী রবিউল ইসলাম।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে লাশ উদ্ধারসহ বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবার লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদন করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply