আব্দুল মজিদ মল্লিক,জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁয় বাস, অটোরিকশা ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ১৮ জন আহত হয়েছেন। নওগাঁ শহরের বাইপাসের মোড়ে আব্দুল জলিল শিশু পার্কের সামনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) ফয়সাল বিন আহসান জানান, চালক মাইক্রোবাসটিকে পার্কের সামনে রাস্তায় ঘুরাচ্ছিলেন। ওই সময় সাপাহার থেকে আসা একটি হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। ওই সময় অটোরিকশাও এসে ধাক্কা লাগে। এতে তিন পরিবহনে থাকা যাত্রী ছাড়াও সড়কের পাশে থাকা পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরাসহ ১৮ জনের মতো আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর লিখা পর্যন্ত প্রাথমিকভাবে আহতদের নাম, পরিচয় জানা যায়নি।
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ।