মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের খানসামার সাজাপুর ঐক্য সংগঠনের আয়োজনে শনিবার (১ জুলাই) বিকালে সাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ পূর্ণমিলনী, বিদায়ী সংবর্ধনা ও শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুব রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস ও প্যানেল চেয়ারম্যান ও জনবন্ধু এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন,থানা অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোকছেদুল গণি রাব্বু শাহ, অবসরপ্রাপ্ত ডাঃ আঃ রব, অবসরপ্রাপ্ত ডাঃ রিয়াজুল ইসলাম রনু, আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর রায়, সাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেছুর রহমানসহ উক্ত সংগঠনের সদস্যবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, এলাকাবাসী।
ছবির ক্যাপশন: অবসরপ্রাপ্ত ডাক্তারদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন অতিথিরা।
বার্তা প্রেরকঃ
মাসুদ রানা
খানসামা (দিনাজপুর)