মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।
ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। ১ জুলাই শনিবার রাতে বিদায়ী ও নবনির্বাচিত পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৬ সদস্যের সাবজেক্ট কমিটির সভায় ২১ সদস্যের নির্বাহী পরিষদের অবশিষ্ট ১১ পদে কর্মকর্তা চূড়ান্তকরণ সাপেক্ষে ওই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের নেতৃত্বাধীন নির্বাহী পরিষদের অবশিষ্ট পদগুলোর মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে সোহেল রানা (চ্যানেল এস, দৈনিক বাংলা৭১), সহ-সাংগঠনিক সম্পাদক পদে নুর-ই-আলম চঞ্চল (দৈনিক ভোরের চেতনা), কোষাধ্যক্ষ পদে রওশন কবীর আলমগীর (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক পদে মো: মারুফুর রহমান মারুফ (আনন্দ টিভি, দৈনিক বিজনেস বাংলাদেশ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আল আমিন আলিম (দৈনিক দেশকণ্ঠস্বর), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে কাজী মাসুম (দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস), প্রচার সম্পাদক পদে তপু সরকার হারুন (যায়যায়দিন), নির্বাহী সদস্য পদে দেবাশীষ সাহা রায় (প্রথম আলো), এমএ হাকাম হীরা (বাংলাভিশন টিভি), আবুল হাশিম (মাছরাঙা টিভি) ও মহিউদ্দিন সোহেল (এসএ টিভি) মনোনীত হয়েছেন।
এর আগে ২৭ জুন সাধারণ সভার পর সাবজেক্ট কমিটির মতামতের প্রেক্ষিতে প্রেসক্লাবের সভাপতি পদে রফিকুল ইসলাম আধার (দৈনিক জনকণ্ঠ ও বাংলাদেশ বেতার), সাধারণ সম্পাদক পদে আদিল মাহমুদ উজ্জল (যমুনা টিভি), সিনিয়র সহ-সভাপতি পদে মলয় মোহন বল (আমার সংবাদ), সহ-সভাপতি পদে এসএম শহিদুল ইসলাম (দৈনিক করতোয়া) ও আছাদুজ্জামান মোরাদ (দৈনিক তথ্যধারা), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মানিক দত্ত (সকালের সময়) ও রেদওয়ানুল হক আবীর (বাংলার নেত্র), নির্বাহী সদস্য পদে পদাধিকারবলে শরিফুর রহমান (একুশে টিভি ও সংবাদ), পদাধিকারবলে মেরাজ উদ্দিন (ইনডিপেনডেন্ট টিভি) ও সাবিহা জামান শাপলাকে (দৈনিক আমাদের সময়) ঘোষণা করা হয়।
উল্লেখ্য, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দায়িত্বভার গ্রহণ করবে।
Leave a Reply