মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
দেশ বাঁচাতে মেহনতি মানুষের আগামী ১৯ জুলাই 'রংপুর বিভাগীয় পদযাত্রা' দিনাজপুর জেলায় সফল করার লক্ষ্যে খানসামায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২জুলাই) সন্ধ্যায় খানসামা উপজেলা বিএনপি, সকল ও অঙ্গসংগঠন সমূহের আয়োজনে উপজেলার পুলেরহাট এলাকার তুহিনের ভাটায় এ সভা হয়।
সভায় উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল হক চৌধুরী বিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া। উপজেলা বিএনপির সদস্য সফিকুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র সকল যুগ্ম আহবায়কগণ।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান, সদস্য সচিব ওবাইদুল মুন্সিসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।