সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট ::
আগামী ১৪ জুলাই মরহুম রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে লালমনিরহাট জেলা জাতীয় পার্টি ৩দিন ব্যাপী কর্মসূচি গ্রহন করেছে ।
কর্মসূচি সফল করার লক্ষ্যে গত ১২ জুলাই সন্ধ্যায় জেলা জাতীয় পার্টি কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় কর্মসূচি ঘোষনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন ১৪,১৫ ও ১৬ জুলাই ৩দিন ব্যাপী কর্মসূচি ঘোষনা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে, জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে কোরআন খানির মাধ্যমে শুরু হবে দিনটির কার্যক্রম। সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সকাল ১০ ঘটিকায় ইউনিয়ন জাতীয় পার্টির মোগলহাট ফুটবল খেলার মাঠে দোয়া মাহফিল ও স্মরণ সভা। সকাল ১১ ঘটিকায় কুলাঘাট বাজারে দোয়া মাহফিল ও স্মরণ সভা। বিকাল ৩ ঘটিকায় পঞ্চগ্রাম ইউনিয়নের দেউতির হাট উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল স্মরণ সভা। বাদ মাগরিব মহেন্দ্রনগর ইউনিয়ন পার্টি অফিসে স্মরণ সভা ও দোয়া মাহফিল। রাত ৮ ঘটিকায় রাজপুর হাফিজিয়া মাদরাসায় দোয়া মাহফিল। ১৫ জুলাই সকাল ১০ ঘটিকায় ফেডারেশন মাঠে দোয়া মাহফিল ও স্মরণ সভা। বিকাল ৩ ঘটিকায় বলিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা।বিকাল ৫ ঘটিকায় খুনিয়াগাছ বাজার সংলগ্ন হাফিজিয়া মাদরাসায় দোয়া মাহফিল। বাদ মাগরিব গোকুন্ডা ইউনিয়নে দোয়া মাহফিল ও স্মরণ সভা। ১৬ জুলাই সন্ধ্যা ৭ ঘটিকায় জেলা পরিষদ মিলনায়তন (পুরাতন) পৌর জাতীয় পার্টির ওয়ার্ড নেতা কর্মীদের নিয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়াও ১৪ জুলাই শুক্রবার বাদ জুমা জেলার সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। সুবিধা মত সময় মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে সুবিধামতো সময়ে প্রার্থনা করা হবে।
প্রস্তুতি সভায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান বলেন এরশাদ স্যার ছিলেন একজন মানবিক মানুষ। তিনি একটি মানবিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। তার এই স্বপ্ন পূরনে বর্তমান কাজ করছেন আমাদের অভিভাবক তার সহদর জনবন্ধু গোলাম মোহাম্মাদ কাদের ।
তিনি আরও বলেন স্যারের স্বপ্ন ছিল একটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। সেজন্য তিনি উপজেলা পরিষদ গঠন করেছিলেন। তার স্বপ্ন ছিল শুধু ঢাকা সবকিছুর কেন্দ্রবিন্দু হবে না। সেকারণে তিনি সারাদেশকে সাতটি প্রদেশে বিভক্ত করার পরিকল্পনার কথা বলেছিলেন। আমরা জাতীয় পার্টির নেতাকর্মীরা স্যারের সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই তাকে স্মরণে রাখতে চাই। সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মাহাতাব আলী,পৌর জাতীয় পার্টির সভাপতি আলমগীর হোসেন চৌধুরী,জাতীয় মহিলা পার্টির সদর উপজেলা শাখার আহবায়ক মোছাঃ শামীমা নাসরিন সীমু,সদস্য সচিব মোছাঃ কাজী রুকসানা আক্তারসহ জেলা , উপজেলা, পৌর জাতীয় পার্টি, ইউনিয়ন জাতীয় পার্টি, যুব সংহতি এবং ছাত্র সমাজের বিভিন্ন স্তুরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply