পিরোজপুর প্রতিনিধি :
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্যে পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৪ জুলাই) জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই সভা শহীদ আব্দুল রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো: আবদুল বারী, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্যানের মেয়ার আব্দুল হাই, সাংবাদিক হাসান মামুন প্রমুখ। মতবিনিময় সভায় পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ অংশগ্রহন করেন।
সভায় পিরোজপুর জেলায় মৎস্য খাতের অবস্থা তুলে ধরা হয় এবং বিভিন্ন মাছ চাষ বিষয়ক নানা সমস্যা সুবিধা-অসুুবিধা ও সমস্যার সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো: আবদুল বারী জানান, ২৪-৩০ জুলাই পর্যন্ত বিভন্ন কর্মসূচি পালিত হবে, কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও জেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত রকর।
পিরোজপুর প্রতিনিধি