সাঁথিয়া প্রতিনিধি :
“নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার (২৫জুলাই) দুপুরে পাবনার সাঁথিয়ায় উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের(২৪-৩০জুলাই/২৩) উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা খাদেমুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু, ভাইচ চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শিলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, সহ সভাপতি রবিউল করিম হিরু, প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া রানা ও মৎস্য খামারী তরুণ উদ্যোক্তা সাজিদ হাসান জিকো ও মনিরুল ইসলাম প্রমূখ।
পরে পোনামাছ অবমুক্ত করা হয় এবং উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে ডেপুটি স্পীকারকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় ও তিনজন শ্রেষ্ঠ মৎস্য খামারীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এর আগে ডেপিুটি স্পীকার সাঁথিয়া পাইলট মডেল সরকারী উচ্চবিদ্যালয় মাঠে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
Leave a Reply