পিরোজপুর প্রতিনিধি :
“গাছ রোপন করি স্বপ্ন বুনি ” এই স্লোগানকে সামনে রেখে আজ বুধবার ২৬ জুলাই পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে পিরোজপুর পৌরসভার ৯ টি ওয়ার্ড ও পিরোজপুর সদর উপজেলার শাড়িকতলা ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশনের নিবন্ধিত ৩১০০ জন শিশুর মাঝে ২ টি করে গাছের চারা বিতরণ করা হয়েছে।গাছের চারা বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন ও নগর উন্নয়ন কমিটির সভাপতি /সম্পাদক সহ কমিটির অন্যান্য সদস্যগন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ওয়ার্ল্ড ভিশণ বাংলাদেশ পিরোজপুর এপির প্রোগ্রাম অফিসার বৃন্দ ও শিশুদের অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ভিশন মনে করে শিশুদের মাঝে গাছ বিতরণের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে অক্সিজেন বৃদ্ধি পাবে এবং শিশুরা গাছের প্রতি যত্নশীল হবে যাতে করে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির পরিমাণ কম হবে, জীবন, পরিবেশ-প্রকৃতি বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই।
পিরোজপুর সংবাদদাতা।
Leave a Reply