দিনাজপুরের খানসামা উপজেলার মজিবুর রহমান (৭০) নামে এক বৃদ্ধকে মৃত দেখিয়ে তার বয়স্ক ভাতার কার্ড বাতিল করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর টংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মজিবুর রহমান জানান, ৪ মাস ধরে বয়স্ক ভাতা পাইনা। আমি বয়স্ক ভাতার কার্ড পাওয়ার পর থেকে প্রতি তিন মাস অন্তর ১ হাজার ৫০০ টাকা করে পেয়েছিলাম; কিন্তু গত তারিখে আমার টাকার কোনো মেসেজ না আসায় আমি উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে জানতে পারি, আমাকে মৃত দেখিয়ে দেখানো হয়েছে। তিনি বলেন, আমি জীবিত থাকার পরও মেম্বার হুমায়ুন আমাকে মৃত দেখালেন, এটা আমি জানি না। আমি অসহায় মানুষ। আমি বিভিন্ন সময়ে অসুখে-বিসুখে পরে থাকি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে ইউপি সদস্য হুমায়ুন বলেন, একই এলাকার একই নাম হওয়ার কারনে ভুলবশত এটা হয়েছে। আশা করি আগামীতে তিনি বয়স্ক ভাতা পেয়ে যাবেন।
ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভাতার কার্ড বাতিলের বিষয়ে আমি কিছুই জানি না। কেউ যদি এ ধরনের অভিযোগ করেন তাহলে সমাজসেবা অফিস জানেন।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, আমি বিষয়টা সম্পর্কে জেনেছি। সকল প্রকার কাগজপত্র অধিদপ্তরে পাঠিয়েছি। আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, আগামীতে যে ভাতা পাবে একসঙ্গে পূর্বের ভাতাসহ পেয়ে যাবেন।
ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ ও বয়স্ক ভাতা কার্ড।
বার্তা প্রেরকঃ
মাসুদ রানা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
Leave a Reply