খোরশেদ আলম রনি রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
লক্ষীপুরের রায়পুর উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ২.টা উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় নবাগত জেলা প্রশাসকে ফুলেল শুভেচছা দেন রায়পুর উপজেল প্রশাসন সহ বিভিন্ন শ্রেণি পেসার মানুষ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাস।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল,ওসি শিপন বড়ুয়া রায়পুর পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
উক্ত মতবিনিময় সভায় রায়পুর উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply