মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের খানসামায় উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৯ জুলাই) দুপুরে পাকেরহাট শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বৃষ্টি উপেক্ষা করে এই খেলা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার ১৪৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইউনিয়ন পর্যায়ে নিশ্চিত হয়। এরপর ইউনিয়নের গঠিত দল উপজেলা পর্যায়ে খেলে সর্বশেষ কুমড়িয়া-১ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরাজিত করেন পাকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতায় আঙ্গারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেন খানসামা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় দল। উভয় দল ট্রাইবেকারে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য প্রদান করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও মো. তাজ উদ্দিন, এসিল্যান্ড মারুফ হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরী, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিনসহ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী।
ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামা উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত।
বার্তা প্রেরকঃ
মাসুদ রানা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি