পিরোজপুর প্রতিনিধি,
পিরোজপুরে জামায়তে ইসলামী বাংলাদেশের একটি আইনজীবী প্রতিনিধি দল তাদের কর্মসূচিকে
বাস্তবায়নের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য পিরোজপুর পুলিশ সুপার এর কার্যালয় পিরোজপুর জামায়াতে ইসলামীর আইনজীবী প্রতিনিধি দল একটি লিখিত অবহিতকরণ পত্র নিয়ে হাজির হয়,
এবং আগামী দিনের কর্মসূচি সম্পর্কে তাকে অবহিত করেন।
চিঠি হস্তান্তের পরে আইনজীবী প্রতিনিধি দলের অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন জানান আমরা পুলিশ সুপারের ডিসপাস শাখায় দেখা করে আমাদের কর্মসূচি লিখিত চিঠির মাধ্যমে অবহিত করেছি,
ডিসপাস শাখা আমাদেরকে পরে অবহিত করবেন বলে জানিয়েছেন।
প্রতিনিধি দলের সদস্য আল আমিন শেখ বলেন, আমরা জনগণের জন্যেই কর্মসূচি দিয়ে থাকি, জনগণ নিয়েই আমাদের ভাবনা। জনগনের চাওয়া পাওয়া নিয়েই বাংলাদেশ জামায়াতে ইসলামী মাঠে কাজ করে।
পিরোজপুর প্রতিনিধি:-
Leave a Reply