নিউজ ডেস্ক :
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার আনন্দে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে অটোরিকশার ধাক্কায় এক ছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার বেলকা-ধুপনি সড়কের কালিয়ারছিড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তনয় দেবের ছেলে দীপ্ত দেব পংক (১৭)। তিনি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন।
স্বজনরা জানান, এসএসির ফল প্রকাশের পর জানা যায় দীপ্ত জিপিএ-৫ পেয়েছে। পরে এই আনন্দে মোটরসাইকেল চালিয়ে ধুপনি এলাকার দিকে যাচ্ছিল। এ সময় কালিয়ারছিড়া নামক স্থানে পৌঁছালে একটি অটোরিকশার ধাক্কায় দীপ্ত ছিটকে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন দীপ্ত।
সুন্দরগঞ্জ থানার ওসি কে এম আজমিরুজ্জামান বলেন, শনিবার রাতে খবরটি শুনেছি। মেধাবী এই ছাত্রের অকাল মৃত্যুটি খুবই দুঃখজনক।
Leave a Reply