মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলার অন্তর্গত ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের, ডাকাবর গ্রামের ব্র্যাক অফিস সংলগ্ন। আ: সামাদ কাজীর বাড়ী হইতে, নুন খোলা খালের ব্রীজ পর্যন্ত রাস্তটির বেহাল অবস্থা। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে। এতে বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া কচি কাচা কোমলমতি শিশুদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে উঠে।
দেখা যায়, উক্ত রাস্তাটি দুই গ্রামের মানুষের সর্বক্ষণ চলাচলের একমাত্র ভরসা। কিন্তু সংস্কার না করায়, চলাচলের জন্য রাস্তাটি অচল হয়ে পড়ে। এতে করে এলাকার সর্বসাধারনের ভোগান্তির সৃষ্টি হয়েছে।
এবিষয়ে, অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো: রুকুনুজ্জামান ( জামান ) কে অবগত করা হলে, তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিলেও পরবর্তী সময়ে তিনি পাশ কাটিয়ে যায়। এতে এলাকাবাসী নিরাশ হয়ে পড়ে।
সাংবাদিক জুলহাস উদ্দিন হিরো এ-র উদ্যোগে এলাকার দু একজনের সঙ্গে কথা বলে, নিজেদের ব্যক্তিগত অর্থে কয়েক গাড়ি বালু ফালানো হয়। এতে সাময়িক চলাচলের ব্যবস্থা হয়।
এমতাবস্থায় ভুক্তভোগী দুই গ্রামের জনসাধারণ এ-ই এক কিলোমিটার রাস্তাটি পাকা করণের দাবি করেন। সেই সাথে প্রশাসনের উর্দ্বোতন কর্মকর্তাগণের সু দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply