পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলা আওয়ামী লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের নেতারা। শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম এ আউয়াল এর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতারা। বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণ ফাতেহাপাঠ ও দোয়া মোনাজাত করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক, সহ সভাপতি এ্যাড. মোস্তফা কামাল, সহ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, সহ সভাপতি এ্যাড. আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, শেখ ফিরোজ আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সদস্য সালমা রহমান, ইসহাক আলী খান পান্না, তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সাদউল্লাহ লিটন, আমিরুল ইসলাম মিরণ প্রমুখ।
পিরোজপুর প্রতিনিধি
Leave a Reply