ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
সারাদেশ ব্যাপী বিএনপি'র অগ্নি সংযোগ, নৈরাজ্য সৃষ্টি ও সহিংসতার প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি মনোয়ন প্রত্যাশী পৌর মেয়র আব্দুল কাদের সেকের নেতৃত্বে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বিকালে সরকারি ইসলামপুর কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্বর (থানা মোড়) এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পৌর মেয়র আব্দুল কাদের সেক, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর ও যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম (ভিপি বাবু) সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সাবেক ছাত্রনেতা মিলন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে ২ সহশ্রাধিক নারীপুরুষ অংশ নেন।
পৌর মেয়র আব্দুল কাদের সেক তার বক্তব্যে বলেন, ‘ষড়যন্ত্র করে আওয়ামী লীগের অগ্রযাত্রা ব্যর্থ করা যাবে না। দেশের মানুষ কেবল শেখ হাসিনাকেই চায়। সারা দেশে বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি ও ধ্বংসাত্মক কার্যকলাপ করার অপচেষ্টা চালাচ্ছে।
পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর অভিযোগ করেন, একটি স্বার্থন্বেষী মহল দলকে দ্বিধাবিভক্ত করতে আওয়ামীলীগের মধ্যে রোহিঙ্গাদের মতো প্রবেশ করেছে। যে কারণে প্রকৃত আওয়ালীগ নেতাকর্মীরা আজ অবহেলিত ও বঞ্চিত।
সুমন খন্দকার
ইসলামপুর,জামালপুর
৩১.০৭.২৩