পিরোজপুর প্রতিনিধিঃ
আজ সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন,
আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানসহ কারাবন্দি নেতৃবৃন্দ এবং ওলামায়ে কেরামের মুক্তি” ও দ্রব্যমূলের উর্ধ্বগতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পিরোজপুর সদর হাসপাতালের সম্মুখ থেকে বের হয়ে সিইও অফিস মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল থেকে কেয়ারটেকার সরকারের দাবি ,ডাক্তার শফিকুর রহমানসহ কারারুদ্ধ নেতৃবৃন্দের মুক্তির দাবি ,ও কারারুদ্ধ আলেম ওলামাদের মুক্তির দাবি জানানো হয়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে ,প্রভৃতি মুহুর্মুহু স্লোগানে ভোরের পরিবেশ প্রকম্পিত হয়ে ওঠে। মিছিল শেষে সিইও অফিস মোড়ে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ জহিরুল হক, পৌর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, সদর আমীর মাওলানা আব্দুল হালিম, মাওলানা রাকিবুল হাসান, শিবির নেতা অহিদুল ইসলাম মা’জ প্রমূখ।
বক্তব্যে নেতৃবৃন্দ দেশ পরিচালনায় জনগণ যাতে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার গঠন করতে পারে সেই পরিবেশ সৃষ্টির জন্য অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ “কেয়ারটেকার সরকারের” অধীনে নির্বাচনের ব্যবস্থা করার জোর দাবি জানান। বক্তারা আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানসহ কারাবন্দী সকল নেতৃবৃন্দ এবং সকল ওলামায়ে কেরামের মুক্তির দাবি জানান। এছাড়াও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের কার্যকর ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়।
পিরোজপুর সংবাদদাতা:-
Leave a Reply