সুমন খন্দকার (ইসলামপুর) জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলার সর্ব বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ইসলামপুর কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুরে কলেজ হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফরিদ উদ্দিন আহমেদ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মচারী ও ছাত্র/ছাত্রীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃর্তিতে পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আহসান হাবির রাজার সঞ্চালনায় বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর বক্তব্য রাখেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান জোবাইদুল ইসলাম জবা, সমাজকর্ম বিভাগের প্রধান মছলিম উদ্দিন আকন্দ, হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মোরাদুজ্জামান, বাংলা বিভাগের প্রধান শেখ মোহাম্মদ রহুল আমিন, রসায়ন বিভাগের প্রধান মিনাক্ষী প্রসাদ সাহা, অর্থনীতি বিভাগের প্রধান প্রভাষক দিলশাদ নাছরিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান কামরুন্নাহার , প্রভাষক রকিবুজ্জামান, এ. এম আনিছুর রহমান, কলেজ ছাত্রলীগের সভাপতি শাওন সরকার প্রমুখ। এ ছাড়া কলেজের অন্যান্য বিভাগের শিক্ষক, কর্মচারী ও ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধুসহ স্ব পরিবারে নিহতদের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আবুল হাসান।
মোঃ সুমন খন্দকার
ইসলামপুর,জামালপুর।
Leave a Reply