মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।
শেরপুরের ঝিনাইগাতীতে কলা গাছে সাপের বাসা থেকে একটি বিষাক্ত সাপ উদ্ধার করা হয়েছে। ৩০ আগস্ট (শনিবার) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব তামা গাঁও মহারশী নদীর পাড়ে কলা গাছ থেকে এক বিষাক্ত অজগর সাপ উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কলা দেখা'র জন্য গাছ টির কাছে গেলে দেখা যায় সাপের মাথা। পরে স্থানীয় লোকজন ঘটনা স্থানে এসে, উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই গ্রামে বেঁদে পল্লীতে ফোন দিয়ে রুবেল নামে এক সাপুড়িয়াকে এনে গাছ থেকে সাপটি উদ্ধার করে।
বেঁদে রুবেল বলেন, সাপটি দৈর্ঘ্য ৪ ফুট লম্বা ছিল এবং সাপটির আনুমানিক বয়স ৩ মাস হবে। এসময় উপস্থিত লোকজন বেঁদে রুবেল এর অনেক প্রশংসা করেন এবং বলেন, সাপটি উদ্ধার না করলে এতে বড় ধরনের ক্ষতির আশংকা ছিল বলেও জানান এলাকাবাসী।
পরে স্থানীয় লোকের মাধ্যমে, বন কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ কে সাপটির বিষয়ে অবগত করা হলে, মকরুল ইসলাম আকন্দ তার সঙ্গীয় লোক নিয়ে ঘটনা স্থানে গেলে, উদ্ধারকৃত সাপটি বেঁদে রুবেল বন কর্মকর্তার হাতে তুলে দেন এসময় বন কর্মকর্তার পক্ষ থেকে বেঁদে রুবেলকে কিছু পুরস্কৃত করেন এবং
সাপটি কে বনে অবমুক্ত করে দেন।
সংবাদদাতা, মো: জুলহাস উদ্দিন হিরো,
শেরপুর প্রতিনিধি।