সাঁথিয়া প্রতিনিধি :
পাবনার সাঁথিয়ায় ভয়াবহ অগিকান্ডে অসহায় দিনমজুর এক বিধবা নারীর বসতঘর পুরে গেছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
রোববার (১আক্টোবর) উপজেলার ধোপাদহ গ্রামে মৃত নান্নু মন্ডলের স্ত্রী শিখা খাতুনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ১১ টার দিকে ওই নারী তার আট বছরের ছোট ছেলে রাসেলকে রেখে গ্রামের একটি ধানের চাতালে কাজ করতে যায়। রাসেল ঘরে একাই খেলা করছিল হঠাৎ দেখতে পায় ঘরের বৈদ্যুতিক বোর্ডে আগুন ধরেছে। এ সময় রাসেলের চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। এলাকাবাসি ও সাঁথিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রাণপন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে আগুনের লেলীহান শিখায় তার বসতঘর ও ঘরে রক্ষিত মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত শিখা খাতুন বলেন, আমি কাজে গিয়ে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসি। আমার এক ছেলে ও এক মেয়েকে রেখে প্রায় পাঁচ বছর আগে আমার স্বামী মারা যায়। মেয়েটা ঢাকা একটি বাসায় কাজ করে। আমি ছেলেকে নিয়ে থাকতাম। দিনমজুরের কাজ করে সংসারে যা করেছিলাম আগুনে পুড়ে সব শেষ হয়ে গেল!
সাঁথিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার অর্ঘ দেবনাথ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম এবং আগুন নিয়ন্ত্রন করেছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।